Hooghly News: সাবধান! গঙ্গায় কুমির, নামলেই বিপদ

| Edited By: সোমনাথ মিত্র

Jun 08, 2025 | 6:54 PM

বাঁশবেড়িয়ার পঞ্চাননতলায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে গঙ্গার জলে কুমির ঘোরাফেরা করায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর রবিবার বন দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর কুমিরের খোঁজে তল্লাশি চালায়। স্থানীয় মানুষদের সচেতন করতে শুরু হয়েছে মাইকিং। চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার একাধিক ঘাটে প্রতিদিন বহু মানুষ স্নান ও গঙ্গাজল আনতে আসেন। এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান ঘিরে ভিড় জমে। সকাল থেকে চুঁচুড়া […]

বাঁশবেড়িয়ার পঞ্চাননতলায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে গঙ্গার জলে কুমির ঘোরাফেরা করায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর রবিবার বন দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তর কুমিরের খোঁজে তল্লাশি চালায়। স্থানীয় মানুষদের সচেতন করতে শুরু হয়েছে মাইকিং। চুঁচুড়া ও বাঁশবেড়িয়ার একাধিক ঘাটে প্রতিদিন বহু মানুষ স্নান ও গঙ্গাজল আনতে আসেন। এছাড়াও নানা সামাজিক অনুষ্ঠান ঘিরে ভিড় জমে।

সকাল থেকে চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাটে মাইক হাতে প্রচার চালান পুরসভার স্বাস্থ্য বিভাগের পারিষদ। জানান, অনেকেই কুমিরের খবর জানেন না, তাই সতর্কতা মূলক প্রচার চলছে।

এদিন বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর তীরে যান বন দপ্তরের আধিকারিক তাপস দেব ও পুরপ্রধান আদিত্য নিয়োগী। স্থানীয়দের সতর্ক করে দেন তাঁরা। মৎস্যজীবীদেরও কুমির বা ঘড়িয়াল দেখলে দ্রুত জানাতে বলা হয়েছে। গঙ্গায় যেন কেউ না নামে, সে বিষয়ে প্রশাসনের তরফে কঠোর নজরদারি চলছে। কী বলছেন বনদফতর কর্মী? দেখুন ভিডিয়ো

Published on: Jun 08, 2025 06:54 PM