ICC Cricket World Cup 2023: ভারতীয় ক্রিকেট দলের ১২ তম সদস্যকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 29, 2023 | 6:47 PM

১৯৯৯ থেকে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করছে ভারত আর্মি। নেচে, গেয়ে ভারতীয় ক্রিকেট দলের জয় সেলিব্রেট করে এই ফ্যান গ্রুপ। ১৯৯৯ বিশ্বকাপের সময় মাত্র ৪ জন সদস্য নিয়ে পথ চলা শুরু ভারত আর্মির। আর এখন ২৩ বছর বাদে এই গ্রুপের সদস্য সংখ্যা ৬০,০০০।

১৯৯৯ থেকে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করছে ভারত আর্মি। নেচে, গেয়ে ভারতীয় ক্রিকেট দলের জয় সেলিব্রেট করে এই ফ্যান গ্রুপ। ১৯৯৯ বিশ্বকাপের সময় মাত্র ৪ জন সদস্য নিয়ে পথ চলা শুরু ভারত আর্মির। আর এখন ২৩ বছর বাদে এই গ্রুপের সদস্য সংখ্যা ৬০,০০০। সারা দুনিয়ায় ফ্যান বেস প্রায় ১৭ লক্ষ। এই গ্রুপের সদস্যদের ধ্যানজ্ঞান ভারতীয় ক্রিকেট।

ভারতীয় ক্রিকেটকে সমর্থনের জন্য অবিবাহিতও রয়েছেন এক সদস্য আমিশ। রাকেশ প্যাটেলের হাত ধরে যাত্রা শুরু করে ভারত আর্মি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সারা দুনিয়া থেকে প্রায় ১১,০০০ ক্রিকেট সমর্থক আসেন ইংল্যান্ড ও ওয়েলসে। সেখানেই ভূমিষ্ঠ হয় ভারতীয় ক্রিকেটের এই ফ্যান গ্রুপ। এই গ্রুপে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী থেকে ছাত্র।

মহিলা পুরুষ নির্বিশেষে এই গ্রুপের সদস্য। সদস্যদের বয়স ১৮ থেকে ৮৫। ওঁরা বলছেন ওঁদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে গেলে কখনও নিজেকে একা মনে হবে না। এবারের বিশ্বকাপে ‘ভারত আর্মির’ সদস্য বেড়েছে ৬,০০০ । স্টেডিয়ামে রঙিন পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে হাজির হন তাঁরা। ড্রাম, স্যাক্সোফোন বাজিয়ে সারাক্ষণ আনন্দ করেন ভারত আর্মির সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পান ভারতীয় দলের ক্রিকেটাররাও। বিসিসিআই ভারতীয় দলের ম্যাচে ভারত আর্মির সদস্যদের গ্যালারিতে বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে।