Bhumi Pednekar: অর্গাজম দৃশ্যের শুটে সাহসী ভূমি
করণ বুলানির সাহসী ছবি 'থ্যাংক ইউ ফর কামিং'। মহিলাদের যৌনতা নিয়ে খোলামেলা কথা বলে এই ছবি। ছবিতে ভূমি পেডনেকার অভিনয় করেছেন কনিকার ভূমিকায়। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে জীবনে প্রথমবার অর্গাজম অনুভব করছে কণিকা। সেই দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন ভূমি।
করণ বুলানির সাহসী ছবি ‘থ্যাংক ইউ ফর কামিং’। মহিলাদের যৌনতা নিয়ে খোলামেলা কথা বলে এই ছবি। ছবিতে ভূমি পেডনেকার অভিনয় করেছেন কনিকার ভূমিকায়। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে জীবনে প্রথমবার অর্গাজম অনুভব করছে কণিকা। সেই দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন ভূমি। বললেন সুন্দরভাবে দৃশ্যটি তাকে বুঝিয়েছিলেন পরিচালক।
কনিকা অর্গাজমের পেছনে দৌড়াচ্ছিল না। সে ছুটছিল প্রেমের পিছনে। ওই অর্গাজমের দৃশ্যটি শুট হয় সিলুয়েট শটে। যা দেখে দর্শকদের মনে হয় ভুমি পেডনেকার জামাকাপড় খুলছেন। অভিনেত্রী জানাচ্ছেন সম্পূর্ণ পোশাক পরেই শুট হয় ওই দৃশ্যটির। এই ছবির অন্য চরিত্র ছিলেন শেহনাজ গিল, শিবানি বেদি, ডলি সিং ও নাতাসা রাস্তোগি। ছবির প্রযোজক অনিল কাপুর, একতা কাপুর ও রিয়া কাপুর। তাঁরা ছবিতে অল্পক্ষণের জন্য অভিনয়ও করেন।