রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের, কী হবে এবার?
কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন খারিজ করে দিয়েছিল। ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালতে আত্মসমর্পণ করেননি। তারপরই সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। শুক্রবার বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদন মেনে প্রশান্ত বর্মণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। জানা গিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজগঞ্জের বিডিও। তবে সেই তথ্য নিম্ন আদালতে জানাননি তিনি। এখন গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রশান্ত বর্মণের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই দেখার।
কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন খারিজ করে দিয়েছিল। ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালতে আত্মসমর্পণ করেননি। তারপরই সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। শুক্রবার বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদন মেনে প্রশান্ত বর্মণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। জানা গিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজগঞ্জের বিডিও। তবে সেই তথ্য নিম্ন আদালতে জানাননি তিনি। এখন গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রশান্ত বর্মণের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই দেখার।