Internet Speed: মোবাইল ফোন বিক্রি নিয়ে বড় ঘোষণা
ভারতে ক্রমশ বাড়ছে মোবাইল ইন্টারনেটের গতি। কিন্তু অনেকের অভিযোগ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে। দামি মোবাইলগুলিতে ইন্টারনেট সিগনাল ধরার ক্ষমতা অনেকটাই বেশি থাকে। ভারত সরকার বাধ্যতামূলক করতে চাইছে কোনও মোবাইলের আপলোড এবং ডাউনলোডের গতি জানানোর ব্যাপারে।
ভারতে ক্রমশ বাড়ছে মোবাইল ইন্টারনেটের গতি। কিন্তু অনেকের অভিযোগ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে। দামি মোবাইলগুলিতে ইন্টারনেট সিগনাল ধরার ক্ষমতা অনেকটাই বেশি থাকে। ভারত সরকার বাধ্যতামূলক করতে চাইছে কোনও মোবাইলের আপলোড এবং ডাউনলোডের গতি জানানোর ব্যাপারে। অনেকেই ফোন কিনতে গিয়ে নজর দেন ক্যামেরা, ব্যাটারির বিষয়ে। ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ ফোনে ইন্টারনেটের গতি নিয়ে আলোচনা করছে। মোবাইলে ইন্টারনেটের গতি কত হবে, এবার থেকে সেটাও জানাতে হবে। একটি স্মার্টফোনের প্রসেসরের উপর নির্ভর করে, সেই ফোনের ডেটা স্পিড কত হবে। মোবাইল নির্মাতাদের জানাতে হয়, কোনও ডিভাইসের ব্যাটারি সুরক্ষাসহ বিভিন্ন তথ্য।
ডেটা ডাউনলোড এবং আপলোডিং স্পিডের তথ্য যুক্ত হতে পারে এই তালিকায়। এইভাবে গ্রাহকরা ফোন কিনতে পারবেন ডেটা কমিউনিকেশন পারফরম্যান্স বিচার করে।
এই তথ্য জানতে পারলে, উপকৃত হবেন গ্রাহকরা।