Bike Maintenance In Rainy Season: বৃষ্টির জলেও জং ধরে বাইকে?
বর্ষাকালে বৃষ্টিতে অনেক সময় বাইক ভিজে যায়। সেখান থেকে বাইকে জং পড়তে পারে । এই কারণে আপনার অনেক টাকা খরচ হতে পারে। বাইকে মরচে পড়লে কী করবেন?
বর্ষাকালে বৃষ্টিতে অনেক সময় বাইক ভিজে যায়। সেখান থেকে বাইকে জং পড়তে পারে । এই কারণে আপনার অনেক টাকা খরচ হতে পারে। বাইকে মরচে পড়লে কী করবেন? অল্প বৃষ্টিতে বাইক ভিজলে ভয় নেই । কিন্তু দীর্ঘক্ষণ বাইক বৃষ্টিতে ভিজলে সমস্যা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ বাইক বৃষ্টিতে ভিজলে ক্ষতি হতে পারে মেটাল এবং প্লাস্টিকের। মেটালের মধ্যে থাকা ক্রোম প্লেটেড স্টিল,অ্যালমুনিয়াম অ্যালয়ের ক্ষতি হতে পারে । যদিও বেশ কিছু উপাদানে পেইন্ট করা থাকে জলের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু বেশিক্ষণ বৃষ্টিতে ভিজতে মরচে পড়তে পারে। বাইকে থাকা ধাতব উপাদানগুলি জলে ভিজে অক্সিডাইজ হয়। সেই জন্য মরচে পড়ে। দীর্ঘক্ষণ বৃষ্টির জলে বাইক ভেজাবেন না। বাইক ভাল রাখতে কভার ব্যবহার করুন। বাইকের চেইন লুব্রিকেট করুন । এছাড়াও বাইক পরিষ্কার করতে হবে । বাইকের চেইনে বেশি মরচে পড়ে। তাই চেইন লুব্রিকেট করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।