Howrah Theft News: ১ সপ্তাহে ৩ চুরি!
আবারো দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরের বড়গাছিয়া , একই সপ্তাহের মধ্যে পরপর তিনটি চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসী।
আবারো দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরের বড়গাছিয়া , একই সপ্তাহের মধ্যে পরপর তিনটি চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসী। জানা গিয়েছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায় গত ২ নভেম্বর কাজী ইমদাদুল হক নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের বাইক নিচে রেখে তার নিজের দোকানে কাজ করছিলেন। রাত ন’টা নাগাদ নিচে নেমে দেখেন তার বাইক সেখানে ছিল না। আশপাশে অনেক খোঁজাখুঁজির পর বাইক না দেখতে পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন।
তখনই তিনি দেখতে পান দুজন ব্যক্তি একটি বাইকে করে এসে সঙ্গে ওই বাইকটিও নিয়ে যায়। তারপরেই তিনি জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানোর জন্য যায় এবং থানার পক্ষ থেকে তাকে জানানো হয় পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এবং আজ ৬ই নভেম্বর এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনরকম সহযোগিতা পাননি ইমদাদুল হক। একই সপ্তাহের মধ্যে জগৎবল্লভপুরে পরপর তিনটি দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। একইসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।