Birbhum Post Office News: ১ বছর ইন্টারনেট নেই ডাকঘরে

| Edited By: সুপ্রিয় ঘোষ

Sep 27, 2023 | 8:03 PM

ইন্টারনেট না থাকায় পরিষেবা মিলছে না ডাকঘরে। তারই প্রতিবাদে এবং পরিষেবা দেওয়ার দাবিতে ডাকঘরের সামনে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বরের।

ইন্টারনেট না থাকায় পরিসেবা মিলছে না ডাকঘরে। তারই প্রতিবাদে এবং পরিসেবা দেওয়ার দাবীতে ডাকঘরের সামনে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বরে।

বিক্ষোকারীদের অভিযোগ, প্রায় এক বছর আগে ইন্টারনেট কানেকশন বিকল হয়ে পড়ায় ময়ুরেশ্বর উপ- ডাকঘরে গ্রাহক পরিসেবা বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে ওই ডাকঘর থেকে এ্যাকাউন্টে কোন লেনদেন করতে পারছেন না ডাকঘরের গ্রাহকেরা। মিলছে না কোন প্রকার অনলাইন পরিষেবাও।

পরিষেবা চালু না থাকায় এলাকার মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। তাদের দাবী ডাকঘরের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই আজ ওই ডাকঘরের সামনে অবস্থান করে বিক্ষোভ দেখালেন ডাকঘরের গ্রাহকেরা। পরে তারা ডাকঘরের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। যদিও ডাকঘরের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরিসেবা বন্ধ থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান ইন্টারনেট কানেকশন সারিয়ে তোলা হলে ফের পরিসেবা দেওয়ার কাজ শুরু হবে।