Birbhum News: স্টেশনের ENQUIRY-তে বসে কে?

Birbhum News: স্টেশনের ENQUIRY-তে বসে কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 20, 2023 | 7:06 PM

“বাঁদরের বাঁদরামি দেখছেন” প্রবাদ ব্যাকে বলে থাকেন মানুষ জন । কিন্তু হনুমান যে রেল দপ্তরে ঢুকে “INQURY” দপ্তরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজ করতে দেখলে হতবাক তো হবেন সকলে। হা এমনি এক ভিডিও মোবাইল বন্দি হলো, এই ভিডিও এখন রীতিমত ভাইরাল।বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের রেল দপ্তরের INQUIRY অফিসে।

“বাঁদরের বাঁদরামি দেখছেন” প্রবাদ ব্যাকে বলে থাকেন মানুষ জন । কিন্তু হনুমান যে রেল দপ্তরে ঢুকে “INQURY” দপ্তরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজ করতে দেখলে হতবাক তো হবেন সকলে। হা এমনি এক ভিডিও মোবাইল বন্দি হলো, এই ভিডিও এখন রীতিমত ভাইরাল।বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের রেল দপ্তরের INQUIRY অফিসে। আর যেখানে দপ্তরের কোনো আধিকারীক তয়কা না করে ,হনুমানটি চেয়ারে বসে ট্রেন আপডেট দেখছে কম্পিউটার কী বোর্ড হাত দিয়ে। একেবারে মানুষের মতো কায়দাতে কম্পিউটারের কি বোর্ডে টাইপ করতে দেখা যায় হনুমাটি কে আবার তাকিয়ে থাকে কম্পিউটার স্কিনে। হনুমানের এই কর্মকাণ্ড টি তীরের গতিতে ২৪ ঘন্টার মধ্যে ভাইরাল হতে শুরু করে। তবে জানা যাচ্ছে হনুমান টি কে প্রায় ৩০ মিনিট পর বের করা হয় কলা বিস্কুট দেখিয়ে।

Published on: Sep 20, 2023 07:03 PM