Birbhum: সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূল কর্মীদের মারপিট!
শতাব্দী রায়ের সামনেই তৃণমূল কর্মীদের মারপিটImage Credit source: TV9 Bangla

Birbhum: সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূল কর্মীদের মারপিট!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 20, 2025 | 4:12 PM

Birbhum TMC Clash: স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদী ওপর হামলার অভিযোগ ওঠে তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক বুঝে বলরামকে গাড়িতে চাপিয়ে  সাংসদ এলাকা ছেড়ে বেড়িয়ে যান। আক্রান্ত হন বলরামের ভাইও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বীরভূম: সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট! উত্তপ্ত সিউড়ি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মারধরের অভিযোগ। সাংসদের SIR ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। সাংসদের সামনেই তৃণমূল কর্মীদের দু’পক্ষ একে অপরের ওপর চড়াও হন। চলতে থাকে কিল-চড়-ঘুষি। চরম ধস্তাধস্তি। ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকে। স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদী ওপর হামলার অভিযোগ ওঠে তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক বুঝে বলরামকে গাড়িতে চাপিয়ে  সাংসদ এলাকা ছেড়ে বেড়িয়ে যান। আক্রান্ত হন বলরামের ভাইও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।