Bhooter Raja Dilo Bor: ভূতের রাজার জন্মদিন!
ভূতের রাজার ১৮ বছর বয়স হল। সে উপলক্ষে ভিড়টা দেখুন। আসলে ১৮ তম জন্মদিন। তার ওপর এক স্রষ্টার সামনেই জন্মদিন। ২রা মে। তাই ভূতের রাজা স্বয়ং রায়বাবুর পছন্দের পদ নিয়ে হাজির বিশপ লেফ্রয় রোডে।
ভূতের রাজার ১৮ বছর বয়স হল। সে উপলক্ষে ভিড়টা দেখুন। আসলে ১৮ তম জন্মদিন। তার ওপর এক স্রষ্টার সামনেই জন্মদিন। ২রা মে। তাই ভূতের রাজা স্বয়ং রায়বাবুর পছন্দের পদ নিয়ে । হাজির বিশপ লেফ্রয় রোডে।হাজির কর্নধার রাজীব চৌধুরি সন্দীপ রায় ভূতের রাজাকে যত্ন করে বসালেন । সেই ঐতিহাসিক ঘর যেখানে বসতেন সত্যজিত রায়।
সন্দীপ রায় হেসে ভূতের রাজাকে বলেন খুশি হয়েছেন।
ভূতের রাজা মানিকবাবুর থেকে বড়জোর ৭ দিনের সিনিয়ার। ভূতের রাজার জন্মদিন অক্ষয় তৃতীয়ায়। ২৩ আর ২৪। আর উনি জন্মেছিলেন , সবাই জানে , ২রা মে। ভূত অবশ্য সদ্য প্রাপ্ত বয়স্ক হলো। ১৮ বছর উপলক্ষে স্পেশাল রায় মঙ্গল থালা। বিশপ লেফ্রয় রোডের বাড়িতে হাজির স্বয়ং ভূতের রাজা। সঙ্গে রায়বাবুর প্রিয় খাবার। পোস্ত থেকে পাঁঠা। ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর ১৮ বছরের জন্মদিন। কাকতালীয় হলেও প্রায় একই সময়ে স্রষ্টার জন্মদিন। এবং মৃত্যুদিনও।