Dilip Ghosh: ২৬-এ মুসলিম উপমুখ্যমন্ত্রী?

| Edited By: সোমনাথ মিত্র

Jul 24, 2025 | 10:01 PM

হুমায়ুন কবীর নতুন দল গঠনের কথা ঘোষণার পরেই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বলেন, “ওঁকে কেউ কোনওদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল, সব করা হয়ে গিয়েছে। তাই নতুন দল করার দরকার।” এরপরই হুমায়ুনের আগের বক্তব্যগুলিকে ঘিরে দিলীপের মন্তব্য, “আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন, সেসব শুধু ওঁর ইচ্ছে […]

হুমায়ুন কবীর নতুন দল গঠনের কথা ঘোষণার পরেই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বলেন, “ওঁকে কেউ কোনওদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল, সব করা হয়ে গিয়েছে। তাই নতুন দল করার দরকার।” এরপরই হুমায়ুনের আগের বক্তব্যগুলিকে ঘিরে দিলীপের মন্তব্য, “আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন, সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত।” তাঁর আশঙ্কা, রাজ্যে সামনের দিনে মুসলিম উপমুখ্যমন্ত্রীর দাবি উঠতে পারে। “ছাব্বিশে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই… মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন।” তবে বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলীপ বলেন, “আমরা কোনও ভাগাভাগিতে বিশ্বাস করি না। সবার সাথে, সবার বিকাশে বিশ্বাসী, এই স্লোগান আমরাই দিয়েছি। ভারতীয় সংবিধানের আঁধারে রাজনীতি করি আমরা। বিজেপি এই ভাবেই চলবে।” আর কী বললেন তিনি, দেখুন ভিডিয়ো