Geeta Path: ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠে ব্রিগেডে শুভেন্দু-সুকান্ত-শমীক

| Edited By: জয়দীপ দাস

Dec 07, 2025 | 12:29 PM

Geeta Path in Kolkata: সুকান্ত বলছেন, “ভোটের সঙ্গে গীতাপাঠের সরাসরি কোনও সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের অনুষ্ঠন। রাজনীতি রাজনীতির মতো থাকবে, গীতা তো শ্বাশ্বত।” তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূল নেতাদের একটাই কথা গোটা কর্মসূচির সঙ্গে জুড়ে আছে বিজেপির হিন্দুত্ব।

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে ধর্মীয় আবেগে শান। ২ বছর পর ফের ব্রিগেডে গীতপাঠ। ভোটবঙ্গে এবার ৫ লক্ষ কণ্ঠে হয়ে গেল গীতাপাঠ। ব্রিগেডের মঞ্চ থেকেই উঠল হিন্দু ঐক্যের ডাক। ভোটের আগে রাজনৈতিক আঙিনায় চড়ছে পারদ। যদিও সুকান্ত বলছেন, “ভোটের সঙ্গে গীতাপাঠের সরাসরি কোনও সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের অনুষ্ঠন। রাজনীতি রাজনীতির মতো থাকবে, গীতা তো শ্বাশ্বত।” তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূল নেতাদের একটাই কথা গোটা কর্মসূচির সঙ্গে জুড়ে আছে বিজেপির হিন্দুত্ব।

Published on: Dec 07, 2025 12:18 PM