SIR: ‘বিজেপিকে এই মৃত্যু মিছিলের দায় নিতে হবে’, SIR আতঙ্কে যুবকের মৃত্যুতে শওকত

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2025 | 5:53 PM

Bhangar:শওকত মোল্লা নিজেই বললেন, "আমি শুনেছি ওর বাবা-মায়ের বৈধ কাগজপত্র রয়েছে। যেখানে বাড়ি, সেখানে কাগজ রয়েছে। কিন্তু ওর নিজের কোনও কাগজ নেই। জমিজায়গারও দলিল নেই। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে এর জবাব দিতে হবে। গতকাল পর্যন্ত সাত জন, আজ ৮! বিজেপিকে এই মৃত্যু মিছিলের দায় নিতে হবে।"

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তাঁদের জামাই। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সফিকূল গাজী। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা নিজেই বললেন, “আমি শুনেছি ওর বাবা-মায়ের বৈধ কাগজপত্র রয়েছে। যেখানে বাড়ি, সেখানে কাগজ রয়েছে। কিন্তু ওর নিজের কোনও কাগজ নেই। জমিজায়গারও দলিল নেই। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে এর জবাব দিতে হবে। গতকাল পর্যন্ত সাত জন, আজ ৮! বিজেপিকে এই মৃত্যু মিছিলের দায় নিতে হবে।”

Published on: Nov 05, 2025 05:52 PM