হনুমান টুপি পরে বোলপুরে বিজেপির আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মারধর, হুঁশিয়ারি গেরুয়া শিবিরের
শুভেন্দু অধিকারীর সভার জন্য পতাকা টাঙানোয় বিজেপির আইটি সেল ইনচার্জকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের বোলপুরের কঙ্কালীতলা এলাকায়। মারধরের জেরে রক্তাক্ত হন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের জেলা ইনচার্জ ষষ্ঠীচরণ দে। তাঁকে উদ্ধার করে বোলপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ষষ্ঠীচরণ দে। তাঁর অভিযোগ, গতকাল বিকেলে তিনি কঙ্কালীতলা এলাকায় ছিলেন। সেই সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীরা সেখানে এসে তাঁর উপর চড়াও হয়। হনুমান টুপি পরে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।
শুভেন্দু অধিকারীর সভার জন্য পতাকা টাঙানোয় বিজেপির আইটি সেল ইনচার্জকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের বোলপুরের কঙ্কালীতলা এলাকায়। মারধরের জেরে রক্তাক্ত হন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের জেলা ইনচার্জ ষষ্ঠীচরণ দে। তাঁকে উদ্ধার করে বোলপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ষষ্ঠীচরণ দে। তাঁর অভিযোগ, গতকাল বিকেলে তিনি কঙ্কালীতলা এলাকায় ছিলেন। সেই সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীরা সেখানে এসে তাঁর উপর চড়াও হয়। হনুমান টুপি পরে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।