রবিবার হনুমান পুজো দেখতে গিয়েছিলেন, তারপর কী এমন ঘটল…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2026 | 9:32 AM

বৃহস্পতিবার বাড়ির পাশেই একটি পুকুরে ভাসতে দেখা যায় বিজেপি কর্মীর দেহ। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স ৩৩। ময়না ব্লকের সুদামপুর গ্রামের বাসিন্দা তিনি। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স ৩৩। ময়না ব্লকের সুদামপুর গ্রামের বাসিন্দা তিনি।

গত রবিবার সন্ধ্যায় বলাই পন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু আর বাড়ি ফেরেননি। পরিবারের লোক হন্যে হয়ে খোঁজে। শেষ পর্যন্ত পরিবারের লোকজন ময়না থানায় একটি নিখোঁজ ডায়রি করে। তারপরও চারদিন কেটে যায়।

বৃহস্পতিবার বাড়ির পাশেই একটি পুকুরে ভাসতে দেখা যায় বিজেপি কর্মীর দেহ। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স ৩৩। ময়না ব্লকের সুদামপুর গ্রামের বাসিন্দা তিনি। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী, বয়স ৩৩। ময়না ব্লকের সুদামপুর গ্রামের বাসিন্দা তিনি।