Black Panther Viral Video: জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এক ব্ল্যাক প্যান্থার, দোসর লেপার্ড, ভাইরাল ভিডিয়ো

| Edited By: Moumita Das

Mar 12, 2023 | 5:58 PM

জঙ্গলে দেখা গেল বিরল দৃশ্য। এক ব্ল্যাক প্যান্থারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। ভিডিও সমাজ মাধ্যমে আসতেই মুহূর্তে ভাইরাল।

বন্যপ্রাণ আপনাকে খুব টানে?। জঙ্গলে একসঙ্গে হাঁটছে একটি ব্ল্যাক প্যান্থার এবং লেপার্ড। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন খুব ভাইরাল। ফটোগ্রাফার শাজ় জাং সেই ভিডিয়োটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে,সুন্দর একটি ব্ল্যাক প্যান্থার এবং একটি লেপার্ড একসঙ্গে হাঁটছে। দুজনে কয়েক সেকেন্ডের জন্য একবার ক্যামেরার দিকে তাকিয়েও থাকে। আর সেই মুহূর্তটা দেখতে-দেখতে আপনার গায়ে কাঁটা দিতে পারে। শাজ় জানিয়েছেন,এই দুই প্রাণীর নাম সায়া এবং ক্লিও। ভিডিয়োর ক্যাপশনে ওই ফটোগ্রাফারা লিখেছেন,’তোমার ছায়া হল তোমার সবথেকে ভাল বন্ধু’।