BLO-দের নম্বর না জানিয়েই পাবলিক করে দেওয়া হয়েছে! রাত ১২টা অবধি যাচ্ছে ফোন
রাজ্য জুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও-রা। তাঁদের দারি, কাজের চাপ ক্রমশ বাড়িয়ে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সীমাও বাড়ানো হচ্ছে না। এই পরিস্থিতিতে আর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি বিএলও-দের। রীতিমতো ক্ষুব্ধ তাঁরা।
প্রশিক্ষণ ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন বিএলও-রা। মোবাইলের মাধ্যমে ডেটা ফিল আপ করতে বলা হয়েছে। তাতেই আপত্তি বিএলও-দের। অভিযোগ, ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা বলা হলেও ফর্ম ফিল আপ করার কথা আগে বলা হয়নি। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বিএলও-দের।
ব্যক্তিগত নম্বর প্রকাশ্যে এনে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এক বিএলও জানাচ্ছেন, সকাল ৬টা থেকে রাত ১২টা ৪৫ অবধি ফোন আসে তাঁর কাছে। কোনও অনুমতি ছাড়া কীভাবে এটা করা হল? প্রশ্ন বিএলও-দের। মোবাইলে তথ্য আপলোড করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন অনেকেই।