থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে ১০ বছরের প্রতিষ্ঠা দিবস ABCO র

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 17, 2021 | 9:05 PM

দশ বছরের প্রতিষ্ঠা দিবসটিকে স্মরণীয় করে রাখলেন ওঁরা। এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর প্রশাসক দেবাশিস কুমার। এ ছাড়াও শহরের ব্রডব্যান্ড এবং কেবল ইন্ডাস্ট্রির বহু বিশিষ্ঠ ব্যক্তি।

দশ বছরের প্রতিষ্ঠা দিবসটিকে স্মরণীয় করে রাখলেন ওঁরা। এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর প্রশাসক দেবাশিস কুমার। এ ছাড়াও শহরের ব্রডব্যান্ড এবং কেবল ইন্ডাস্ট্রির বহু বিশিষ্ঠ ব্যক্তি। ছিলেন টিভি নাইন বাংলার ডিস্ট্রিবিউশন বিভাগের বিভাগীয় প্রধান আশুতোষ নিগম। অ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড অ্যান্ড কেবল অপারেটার্স আয়োজন করল একটি রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। অতিমারি, আমফান বা ইয়সের মত প্রাকৃতিক তাণ্ডবের মধ্যেও পরিষেবা চালিয়ে গিয়েছেন এই কেবল অপারেটর এবং ব্রডব্যান্ড পরিষেবা সংস্থাগুলো। আজ ওঁদের সংগঠন ABCO-র দশ বছরের জন্মদিন। তাই কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের উপহারও পাঠালেন ওঁরা। রক্তদান ছাড়াও ছিল চোখ ,দাঁত এবং সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার শিবির।

Published on: Jul 17, 2021 09:04 PM