BLO: ‘আমরা ছেলেখেলা করছি না’, বেলেঘাটায় বিক্ষোভে BLO-রা
SIR in Bengal: তীব্র ক্ষোভের সুর এক বিএলও বললেন, "শুধু বলা হয় এক্ষুনি করে দিন। ওরা বলে এসব কাজ করতে কোনও সময় লাগে নাকি, আধ ঘণ্টা লাগে! কিন্তু কিসের আধ ঘণ্টা? আমরা মানুষের ভোটার লিস্ট তৈরি করছি। কোনও ছেলেখেলা করছি না। আমরা সহযোগিতা চাই।"
কলকাতা: শিয়রে ডেডলাইন। চাপে বিএলও-রা। বেলেঘাটায় দেখা গেল তুমুল বিক্ষোভ। সতীর্থদের দাবি, অল্প সময়ে অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন এই বিএলও। তারপরই তাঁকে দ্রুত নার্সিংহোমে নিয়ে আসা হয়। তীব্র ক্ষোভের সুর এক বিএলও বললেন, “শুধু বলা হয় এক্ষুনি করে দিন। ওরা বলে এসব কাজ করতে কোনও সময় লাগে নাকি, আধ ঘণ্টা লাগে! কিন্তু কিসের আধ ঘণ্টা? আমরা মানুষের ভোটার লিস্ট তৈরি করছি। কোনও ছেলেখেলা করছি না। আমরা সহযোগিতা চাই।”
Latest Videos
ইউনূসের উপর ক্ষোভ বাড়ছে বাংলাদেশেই, কী পরিণতি হতে চলেছে?
৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ, কেন কড়া কমিশন?
২ পুত্র, মা, বোনকে হিয়ারিংয়ে ডাক, তৃণমূল সাংসদ কাকলি বললেন...
রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের, কী হবে এবার?

