Kalna News: কল খুললেই নীল জল!
ট্যাপ কল থেকে বেরোচ্ছে নীল রঙের জল।কালনা পুরসভা মারফত বাড়িতে সংযোগ দেওয়া ট্যাপ কল থেকে নীল রঙের জল বার হওয়ায় আতংক।কালনা শহরের 15 নম্বর ওয়ার্ডের শিবতলা ভাটাপুকুর পার এলাকার ঘটনা। দুটি বাড়ির ট্যাপ কল থেকে গত কয়েকদিন ধরেই বার হচ্ছে নীল জল।
ট্যাপ কল থেকে বেরোচ্ছে নীল রঙের জল।কালনা পুরসভা মারফত বাড়িতে সংযোগ দেওয়া ট্যাপ কল থেকে নীল রঙের জল বার হওয়ায় আতংক।কালনা শহরের 15 নম্বর ওয়ার্ডের শিবতলা ভাটাপুকুর পার এলাকার ঘটনা। দুটি বাড়ির ট্যাপ কল থেকে গত কয়েকদিন ধরেই বার হচ্ছে নীল জল।খবর পেয়েই পুরসভার উপ পৌরপ্ৰধান সহ কয়েকজন আধিকারিক সরেজমিনে দেখতে এলাকায় গিয়ে তেমন কিছুই দেখতে পাননি।যদিও ওই দুটি বাড়ির ট্যাপ কলের জল সংগ্রহ করে কি কারনে নীল জল তা জানতে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।অন্যদিকে এই ট্যাপ কলের জল অনেকেই পানীয় হিসাবে খাই ও অন্য কাজে ব্যবহার করে।স্বাভাবিক ভাবেই কল থেকে নীল জল বার হওয়ায় এলাকাবাসীদের আতংক।যদিও পুরসভা থেকে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।