Loading video

Tabu Gossip: ‘মন’ ছবিতে কেন তাবুকে নেওয়া হয়নি?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 22, 2023 | 6:57 PM

২০০১ সালে ‘ফিল্মফেয়ার’-এ তাবুকে প্রশ্ন করা হয়,আমির খানের ‘মন’ছবিতে কেন তাঁকে নেওয়া হয়নি? উত্তরে অভিনেত্রী বলেন,'ছবিটির জন্য ফটোশুট পর্যন্ত করেছিলাম। আমি সত্যিই জানি না তারপর এমন কী হল যে, আমায় আর ডাকা হল না। এর পিছনে কী রহস্য জানা নেই। তবে আমিরের সঙ্গে অভিনয় করতে পারলে ভাল লাগত'

বলিউডের সুপারহিট নায়িকাদের মধ্যে অন্য়তম তাবু। বয়স ৫০ পেরিয়েছে,তবে এখনও স্বমহিমায় মাতিয়ে রাখছেন স্ক্রিন। অজয় দেবগনের সঙ্গে একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন তিনি। ‘দৃশ্যম ২’-এর পর ‘ভোলা’ ছবিতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। একসময় এই ইন্ডাস্ট্রি থেকেই অনেক প্রত্যাখ্যান,অপমান সহ্য করতে হয়েছিল তাবুকে । ছবিতে কাস্ট করার পর তাঁকে আর অভিনয়ের সুযোগ দেওয়া হয়নি,অভিযোগ এনেছেন তাবু। ১৯৮০ সালে জনপ্রিয় হিন্দি ছবি ‘বাজার’-এ একটি ছোট্ট ভূমিকায় প্রথম অভিনয়। অভিনেত্রী হিসেবে বলিউডে ডেবিউ বনি কাপুরের ‘প্রেম’ ছবির হাত ধরে। ২০০১ সালে ‘ফিল্মফেয়ার’-এ তাবুকে প্রশ্ন করা হয়,আমির খানের ‘মন’ছবিতে কেন তাঁকে নেওয়া হয়নি? উত্তরে অভিনেত্রী বলেন,’ছবিটির জন্য ফটোশুট পর্যন্ত করেছিলাম। আমি সত্যিই জানি না তারপর এমন কী হল যে, আমায় আর ডাকা হল না। এর পিছনে কী রহস্য জানা নেই। তবে আমিরের সঙ্গে অভিনয় করতে পারলে ভাল লাগত’। গোবিন্দার সঙ্গে ‘কুঁয়ারা’ ছবিতেও অভিনয় করার কথা ছিল তাঁর। উর্মিলা মাতন্ডকরকে বেছে নেওয়া হয় অভিনেত্রী হিসেবে। যদিও এই ছবি নিয়ে ওই সাক্ষাৎকারে খুব বেশি বাক্য খরচ করেননি অভিনেত্রী। শুধু বলেছিলেন,’অভিনয় করতে পারলে ভাল লাগত। অনেক অপমান, প্রত্যাখ্যান সহ্য করেছি। তবে আমার মধ্যে এসব নিয়ে কোনও ঘৃণা বা রাগ পুষে রাখিনি’। এবার বিশাল ভরদ্বাজের ‘কুফিয়া’ ও রেহা কাপুরের প্রযোজিত ‘দ্য ক্রিউ’তে দেখা যাবে তাঁকে।