Suhana Khan, SRK News: বাবা-মাকে ছেড়ে কোথায় চললেন সুহানা খান?
Suhana Khan: সামনেই বর্ষবরণ। সেলিব্রেশন-পর্ব ইতিমধ্যেই শুরু। একে-একে বহু সেলেব ছাড়ছেন দেশ। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে ট্রিপে গা ভাসাচ্ছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখ-কন্যা সুহানা খান। ডেবিউ বছর বলে কথা, স্পেশ্যাল সেলিব্রেশন তো হওয়ারই ছিল।
মন্নত ছাড়লেন সুহানা?
সামনেই বর্ষবরণ। সেলিব্রেশন-পর্ব ইতিমধ্যেই শুরু। একে-একে বহু সেলেব ছাড়ছেন দেশ। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে ট্রিপে গা ভাসাচ্ছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহরুখ-কন্যা সুহানা খান। ডেবিউ বছর বলে কথা, স্পেশ্যাল সেলিব্রেশন তো হওয়ারই ছিল।
এবার ‘চোর’ শাহরুখ?
বছরভর শাহরুখ খানের বক্স অফিস ঝড়। যদিও শেষ হাসি হাসলেন না তিনি। ‘ডানকি’ সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারল না। তবে এরই মাঝে নয়া জল্পনা কিং খানকে নিয়ে। এবার নাকি ধুম ৪-এ থাকতে চলেছেন তিনি। সেখানে চোরের ভূমিকাতেই থাকার সম্ভাবনা বাদশার। যদিও খবরে এখনও সিলমোহর দেননি কেউ।
ক্যান্সারে শর্মিলা
সবটাই চলেছিল গোপনে। শর্মিলা ঠাকুর যে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, সে খবর কারও জানা ছিল না। ‘কফি উইথ করণ’-এ এসে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বললেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি-তে শাবানা আজমির জায়গায় তিনি অভিনয় করতে পারেননি ক্যান্সারের কারণেই। সতর্কতার কথা মাথায় রেখেই ফিরিয়েছিলেন প্রস্তাব।
‘সালার’ ঝড়
মাত্র ছয় দিনেই ‘সালার’ ঢুকে পড়ল ৫০০ কোটির ক্লাবে। প্রভাসের পর পর দুই ছবি ফ্লপের পর কামব্যাক। অথচ শাহরুখ খান রইলেন বেশ কিছুটা পিছিয়ে। ‘ডানকি’ নিয়ে বেজায় নিরাশ এক শ্রেণি। যদিও কিং খান তা নিয়ে এখন কোনও মন্তব্য করেননি।
অস্বস্তিতে সইফ
সইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান যখন করণ জোহরের ছেলেকে যশ জোহর বলে, তখনই অস্বস্তি অনুভব করেন নবাব পুত্র। যশ জোহার করণের বাবার নাম। তাই ওই নামটা শুনতে কানে লাগে। সইফ বলেন, তিনি ছেলেকে শেখাবেন ‘যশজি’ বলতে।
পাল্টে গেলেন মালাইকা
মালাইকা আরোরা কী করছেন এখন? সেলেবের প্রাক্তন স্বামীর বিয়ের খবর সামনে আসতেই খোঁজ পড়ে অভিনেত্রীর। তবে মালাইকার তাতে কিছুই যায় আসে না। কারণ তিনি দিব্যি রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। তবে এবার নাকি পাল্টে গেল তাঁর চলন-বলন। জিমের পথে ফ্রেমবন্দি হলেন অন্য লুকে। কোথায় সেই ‘ডাক ওয়াক’? সাধারণভাবে হেঁটে পোজ় দিয়ে এবার চর্চায় ছঁইয়া-ছঁইয়া গার্ল।
এ কী বললেন সুকেশ
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের গলায় এবার অন্য সুর। জেলে বসেই চর্চিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজকে একটার পর একটা মেসেজ পাঠিয়েছেন সুকেশ। যা নিয়ে নিত্যদিন চর্চা হয়েছে, হয়েছে খবর। এবার তিনিই বললেন উল্টো কথা। সুকেশ পাল্টা জানালেন, তিনি এসব কিছুই করেননি। তাহলে করলেন কে?
কাজে ফিরলেন শুভশ্রী
মেয়ে ইয়ালিনির বয়স এখনও একমাস হয়নি। তারই মাঝে কাজে ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সংস্থার ডাকে সেখানে হাজির হতে দেখা গেল তাঁকে। মাত্র একমাসের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ততা তুঙ্গে। প্রশংসায় নেটিজ়েন।
রচনার নাচ
২০২৩ সালের শেষে ‘জামাল কুদু’ গানে বুঁদ গোটা দেশ। পার্টি-সেলিব্রেশন, বিয়ে মানেই মাথায় গ্লাস, ববি দেওলের সিগনেচার স্টেপ। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন রচনা বন্দ্যোপাধ্যায়। বন্ধুর জন্মদিনের পার্টিতে মাথায় গ্লাস নিয়ে তিনিও নেচে ফেললেন ‘অ্যানিম্যাল’ ছবির গানে।