Shah Rukh Khan News: দয়া করে আমার সঙ্গে একটি ছবি তৈরি করুন: শাহরুখ

Shah Rukh Khan News: দয়া করে আমার সঙ্গে একটি ছবি তৈরি করুন: শাহরুখ

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jan 11, 2024 | 9:45 PM

Shah Rukh Khan: ‘দিল সে’ ছবিতে অভিনয় করার পর আর মণিরত্নমের সঙ্গে কাজ করেননি শাহরুখ খান। এবার সকলের সামনে মণিরত্নমকে এ বিষয়ে অনুরোধ করলেন তিনি। বললেন, "আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে। দয়া করে আমার সঙ্গে একটি ছবি তৈরি করুন আপনি।"

কাঁদলেন আমির
হাউ-হাউ করে কাঁদলেন আমির খান। আদরের মেয়ে ইরা খানের বিয়ে হয়ে গেল। বুধবার ছিল বিয়ের শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পর হাউ-হাউ করে কাঁদলেন আমির। তাঁর চোখের জল মোছালেন আমিরের প্রথম স্ত্রী এবং ইরার মা রিনা দত্ত।

দীপিকার সাফাই
‘গেহরাইয়াঁ’ ছবি পাল্টে দিয়েছিল দীপিকা পাড়ুকোনের সম্পর্কে অডিয়েন্সের ধারণা। ‘গেহরাইয়াঁ’য় যতটা সাহসী দৃশ্যে ধরা দিয়েছিলেন দীপিকা, সেভাবে ধরা দেননি আগে—একমাত্র ব্যতিক্রম ‘ককটেল’। তারপর ‘পাঠান’ কিংবা ‘ফাইটার’… দীপিকার লুক প্রকাশ্যে আসতেই সমোলাচনার ঝড়। এবার সেই দীপিকা পাড়ুকোন স্পষ্ট জানিয়ে দিলেন, ‘যখন বোঝা যায় পরিচালক লোক দেখানোর জন্য এ ধরনের দৃশ্য তৈরি করছেন না, করছেন চরিত্রের চাহিদায়, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যায়।’

এ কী বললেন নীতু
‘অ্যানিম্যাল’ ছবির সাকসেস পার্টি থেকে থেকে জল্পনা তুঙ্গে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে নাকি বাড়ছে দূরত্ব। নেটিজেনদের মত, এবার সেই জল্পনায় পরোক্ষভাবে ঘি ঢাললেন নীতু কাপুর। বললেন, সম্পর্ক নিয়ে তিনি তাঁর ছেলে ও ছেলের বউকে দিয়েছেন এক উপদেশ—কী তা জানেন? “রাহাকে নিয়ে কথা বল। রাহার বিষয় আলোচনা করো।”

করণ কী সত্যি এমন?
২০২৩ সালে করণ জোহরের সঙ্গে কাজ করেছেন টোটা রায়চৌধুরী। করণ বলিউডের অন্যতম রহস্যময় চরিত্র। যাঁকে নিয়ে নিত্যনতুন গসিপ চর্চার কেন্দ্রে জায়গা করে থাকে। বাস্তবে কি সত্যিই করণ এমন? এবার প্রশ্নের উত্তর দিলেন টোটা। বললেন, “করণ খুব শান্ত মানুষ। কোনওদিন চিৎকার করতে দেখিনি। সেটে সকলকে নিয়ে ভীষণ মজা করতেন। ধরে-ধরে চরিত্র বোঝাতেন। ওঁকে নিয়ে সকলের ধারণা ভুল।”

কত পারিশ্রমিক
মুম্বইয়ে পুলিশদের বার্ষিক অনুষ্ঠান উমঙ্গ-এ কত টাকা পারিশ্রমিক পান শাহরুখ-সমলনরা? জানিয়েছিলেন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা। সম্প্রতি তাঁর জীবনের কাহিনি নিয়ে ছবি তৈরি হয়েছে ‘টুয়েলফথ ফেল’। মনোজ জানিয়েছেন, উমঙ্গ-এ ৫ ঘণ্টা পারফর্ম করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেন না শাহরুখ-সলমনদের মতো তাবড় তারকারা।

কেমন আছেন অনুপম রায়?
প্রাক্তন স্ত্রী পিয়ার দ্বিতীয় বিয়ে হয়ে যাওয়ার দেড়মাস পর কেমন আছেন অনুপম রায়? এই প্রথম মুখ খুললেন গায়ক-সঙ্গীত পরিচালক। পিয়া-পরমব্রতর বিয়ের পর অনুপমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম তৈরি হয়েছে। সবই নজরে এসেছে তাঁর। বলেছেন, “আমি দারুণ ভাল আছি। ফার্স্ট ক্লাস আছি।”

শাহরুখের সঙ্গে সন্দীপ্তার ছবি?
সন্দীপ্তা সেন, বরাবরই ভীষণ ফিল্মি। এবার সর্ষে খেতে শাহরুখ খানের পোজ় নকল করে গানের সঙ্গে রিলস বানালেন তিনি। যদিও গানটি Dilwale Dulhania Le Jayenge-র নয়, Veer-Zara-র। আর সেই ভিডিয়ো দেখামাত্রই নেটদুনিয়ার মত, DDLJ পার্ট-২ হয়ে যাক, সঙ্গে শাহরুখ খান।

শাহরুখ যদি ‘খারাপ’ হতেন
শাহরুখ খান যদি খারাপ মানুষের চরিত্রে অভিনয় করতেন, তা হলে সেই চরিত্র যাতে কঠিন শাস্তি পায়, সেই চেষ্টাই করতেন তিনি। দেখতেন, যাতে নির্মম মৃত্যু হয় সেই চরিত্রের। তিনি বিশ্বাস করেন, ভালর সঙ্গে যেমন ভাল হওয়া কাঙ্খিত, তেমনই খারাপের সঙ্গে খারাপ।

শাহরুখের আকুতি
‘দিল সে’ ছবিতে অভিনয় করার পর আর মণিরত্নমের সঙ্গে কাজ করেননি শাহরুখ খান। এবার সকলের সামনে মণিরত্নমকে এ বিষয়ে অনুরোধ করলেন তিনি। বললেন, “আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে। দয়া করে আমার সঙ্গে একটি ছবি তৈরি করুন আপনি।”