Bongaon: গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা ৯ তৃণমূল কাউন্সিলরের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 20, 2025 | 4:07 PM

Bongaon TMC: পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই কি হামলা? প্রশ্ন তুলছেন আক্রান্ত কাউন্সিলররা। দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে সাংসদ মমতাবালা ঠাকুর। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে ৯ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দেয় বনগাঁ পৌরসভা ও এস ডি ও অফিসে ।

বনগাঁ: নগাঁ পৌরসভার ৬ তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে হামলা, গুলি, বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই কি হামলা? প্রশ্ন তুলছেন আক্রান্ত কাউন্সিলররা। দলের আক্রান্ত কাউন্সিলরদের পাশে সাংসদ মমতাবালা ঠাকুর। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে ৯ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দেয় বনগাঁ পৌরসভা ও এস ডি ও অফিসে । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে গত ৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিল । গত ৮ নভেম্বর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংবাদিক সম্মেলন করে গোপাল শেঠকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল ১৫ তারিখ পর্যন্ত । কিন্তু গত ১৪ ই নভেম্বর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ শারীরিক অসুস্থতা দেখিয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে চিঠি দেয় ।

Published on: Nov 20, 2025 04:07 PM