উন্মুক্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা, সাতকুড়ার বাসিন্দারা বলছেন…

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 19, 2025 | 7:30 PM

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওপার থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলে অভিযোগ। আর উন্মুক্ত সীমান্তকে কাজে লাগিয়েই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এই নিয়ে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার সদর ব্লকের দক্ষিণ বেরুবারি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া সীমান্ত গ্রামের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর গতবছর এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁদের আটকে দেয় BSF। কিন্তু সেই পরিস্থিতির পরও এখনও এই গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি। শেখ হাসিনা ইস্যুতে ফের নতুন করে বাংলাদেশ অশান্ত। তাই এবার আবার প্রচুর শরণার্থী উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা করতে পারেন। তাই সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওপার থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলে অভিযোগ। আর উন্মুক্ত সীমান্তকে কাজে লাগিয়েই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এই নিয়ে আতঙ্কিত জলপাইগুড়ি জেলার সদর ব্লকের দক্ষিণ বেরুবারি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া সীমান্ত গ্রামের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর গতবছর এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুরা ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁদের আটকে দেয় BSF। কিন্তু সেই পরিস্থিতির পরও এখনও এই গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি। শেখ হাসিনা ইস্যুতে ফের নতুন করে বাংলাদেশ অশান্ত। তাই এবার আবার প্রচুর শরণার্থী উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা করতে পারেন। তাই সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।