Viral Video: শূন্যে ৪ রাউন্ড গুলি ছুড়ে, বিয়ে করলেন কনে!
কনে যেভাবে বন্দুক ধরলেন,তা যেন তাঁর কাছে একপ্রকার জলভাতের মতোই মনে হল! কোনও দিকে না তাকিয়ে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালালেন। কাজ শেষে বন্দুকটা ফের ধরিয়ে দিলেন ওই ব্যক্তির হাতে
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে,কনে তাঁর বিয়ের পোশাক পরেই মঞ্চে বরের সঙ্গে বসেছিলেন। সে সময় স্টেজে এক ব্যক্তি আসেন এবং পিস্তল লোড করে তা কনের হাতে ধরিয়ে দেন। তারপর কনে যেভাবে বন্দুক ধরলেন,তা যেন তাঁর কাছে একপ্রকার জলভাতের মতোই মনে হল! কোনও দিকে না তাকিয়ে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালালেন। কাজ শেষে বন্দুকটা ফের ধরিয়ে দিলেন ওই ব্যক্তির হাতে। কনের এক আত্মীয় ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। জানা গিয়েছে, গত 7 এপ্রিল হাথরসের একটি গেস্ট হাউসে এই ঘটনাটি ঘটে। ঘটনা ঘটার পরক্ষণেই হাথরসের এই ভয়ঙ্কর ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। রাজ্যপুলিশ ইতিমধ্যেই ২৩ বছরের ওই কনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনড্যান্ট অশোক কুমার বলছেন,’ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে’।
ভেনেজুয়েলায় স্ট্রাইক আমেরিকার, কী চাইছেন ট্রাম্প?
গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন শুভেন্দুর বাবা, বললেন, 'ঠসঠস করে জল পড়ে...'
২ বছর পর আবার শিরোনামে সন্দেশখালি, পুলিশের সঙ্গে কী হল দেখুন
বাংলাদেশি মুস্তাফিজুরকে IPL থেকে বাদ, KKR-র সাড়ে ৯ কোটি টাকার কী হবে?

