Samsung Galaxy M53: এবার মাত্র ৪০০০ টাকায় বাড়ি নিয়ে আসুন Samsung Galaxy M53

| Edited By: Moumita Das

Mar 26, 2023 | 4:39 PM

এই ফোনে আছে একটি ৬.৭ ইঞ্চির FHD+ Super AMOLED Infinity-O ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz । ফোনটিতে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর

Samsung Galaxy M53 5G ফোনটি ব্যাপক ছাড়ে পেতে পারেন Amazon থেকে। এখন এই ফোনের দাম ৩২,৯৯৯ টাকা। কিন্তু আপনি এই ফোনটাই বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র ৪০০০ টাকায় । Samsung Galaxy M53 5G ফোনটির রিটেল ও অনলাইনে দাম এখন ৩২,৯৯৯ টাকা। এই দাম ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। প্রাথমিক ভাবে Amazon এই ফোনের উপরে ২১% ছাড় দিচ্ছে। ফলে আপনিও ৭,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন। যদি SBI এর ক্রেডিট কার্ড থাকলে সেই কার্ডে ফোনটি কিনলে পাবেন ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট । Amazon এই ফোনের উপরে সরাসরি ২২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। ফলে, এই ফোনটা ব্যাঙ্ক অফার বাদে আপনি বাড়ি আনতে পারেন মাত্র ৩,৯৯৯ টাকায় । ডিসকাউন্ট, এক্সচেঞ্জ সব অফার মিলিয়ে এতটাই কম দামে ফোনটি আপনি কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফার পেতে, যে ফোনটা বদলাবেন তার অবস্থা অত্যন্ত ভাল হওয়া দরকার। এই ফোনে আছে একটি ৬.৭ ইঞ্চির FHD+ Super AMOLED Infinity-O ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz । ফোনটিতে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর। Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব One UI 4.2 আউট অফ দ্য বক্স সফটওয়ার। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি যা 25W চার্জিং অফার করবে। ফোনের বক্সের সঙ্গে কিন্তু কোনও চার্জার দেওয়া হচ্ছে না। চারটি ক্যামেরা রয়েছে ফোনের পিছনে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 108MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে একটি 8MP সেন্সর এবং ম্যাক্রো ও ডেপথ হিসেবে আরও দুটি 2MP সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Published on: Mar 26, 2023 04:38 PM