Recharge Plans: রিচার্জ প্ল্যানের দৌড়ে কে এগিয়ে?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Feb 13, 2023 | 4:46 PM

এক বছরের বৈধতার সঙ্গে BSNL-এর প্ল্যান ১৫৭০ টাকা। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে ইন্টারনেট নিয়ে আপনার কোনও সমস্যা হবে না

রিচার্জ প্ল্যানগুলির দাম বেড়েছে। এক বছরের বৈধতার সঙ্গে BSNL-এর প্ল্যান ১৫৭০ টাকা। এই প্ল্যানে প্রতিদিন 2 GB ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে ইন্টারনেট নিয়ে আপনার কোনও সমস্যা হবে না। প্ল্যানে আনলিমিটেড কলিং এবং মেসেজিং সুবিধাও পাওয়া যাচ্ছে। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল কল এবং প্রতিদিন ১০০টি SMS। Jio-এর ১৫৫৯ টাকার রিচার্জ প্ল্যানে বৈধতা ৩৩৬ দিন। প্ল্যানে, ২৪ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। অতিরিক্ত ডেটার জন্য অ্যাড অন প্ল্যানের মাধ্যমে ডেটা রিচার্জ করা যাবে। সমস্ত নেটওয়ার্কে পাবেন আনলিমিটেড কলিং এবং ৩৬০০ এসএমএস সুবিধা। Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। Airtel টেলিকম কোম্পানির বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম ১৭৯৯ টাকা। গ্রাহকরা 365 দিন পর্যন্ত বৈধতা পাবেন। এই রিচার্জ প্ল্যান থেকে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এক বছরের জন্য ৩৬০০ টি বিনামূল্যে SMS ও ২৪ জিবি ডেটা পাবেন। প্ল্যানটি বিঙ্ক মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশন। FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক অফারও পাবেন।