Burdwan Flood: প্লাবনের আশঙ্কায় বর্ধমান
ডিভিসির ছাড়া জলে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকার মানুষজনের। জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কায় শঙ্কিত নিম্ন দামোদর বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীরা। ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমান বাড়ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে নদী বাঁধ সংলগ্ন এলাকায়।
ডিভিসির ছাড়া জলে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকার মানুষজনের। জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কায় শঙ্কিত নিম্ন দামোদর বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীরা। ডিভিডি থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমান বাড়ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে নদী বাঁধ সংলগ্ন এলাকায়।
এবার দামোদরের উচ্চ অববাহিকায় সেভাবে বৃষ্টি না হলেও নিম্নচাপের জেরে বৃষ্টিপাত বেড়েছে ঝাড়খন্ডে। সেকারণে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়ার পরিমান আরও বাড়লে জেলার রায়না ও জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষজন।
বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষজন। পরিস্থিতির উপর নজর রাখতে জেলা প্রশাসনের তরফে একদফা বৈঠকও করা হয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে জেলার সমস্ত বিডিওদের নিয়ে বৈঠক করা হয় সোমবার। পাশাপাশি সেচ দপ্তরকে পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।