North Dinajpur News: টোটোর থোড়াই কেয়ার, প্রতিবাদে বন্ধ বাস!
জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে টোটো ও অনুমোদনহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে সড়ব হয়ে মঙ্গলবার বেসরকারি বাস, ট্রেকার, ছোটযাত্রীবাহী গাড়ি চলাচল বনধ রাখার সিদ্ধান্ত নিলেন বাস মালিকেরা। সোমবার বিকেলে এই বিষয়ে মাইকে প্রচার করে সাংবাদিক বৈঠক করে একথা জানান উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা।
জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে টোটো ও অনুমোদনহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে সড়ব হয়ে মঙ্গলবার বেসরকারি বাস, ট্রেকার, ছোটযাত্রীবাহী গাড়ি চলাচল বনধ রাখার সিদ্ধান্ত নিলেন বাস মালিকেরা। সোমবার বিকেলে এই বিষয়ে মাইকে প্রচার করে সাংবাদিক বৈঠক করে একথা জানান উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতর রাজ্যজুড়েই জাতীয় সড়কে ও রাজ্য সড়কে অবৈধ যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তারপরেও রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের সর্বত্র টোটো বা ভুটভুটির মত অনুমোদনহীন যান বাহন যাত্রী পরিবহনের বিকল্প হিসেবে দেখা যাচ্ছে। আর তাতে প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করেই এই বনধের সিদ্ধান্ত বলে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়। পাশাপাশি তাদের দাবী মানা না হলে আগামীতে বাস মালিকরা লাগাতার বনধের পথে হাটবে বলেই তারা হুশিয়ারি দেন। যদিও রাজ্য সরকারের নির্দেশ মত প্রশাসন পদক্ষেপ নিচ্ছে আর পরিবহন কর্মীদের রোজগারের কথা মাথায় রেখে এই বনধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন রায়গঞ্জের উপ-পৌর প্রশাসন অরিন্দম সরকার। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড সহ জেলাজুড়ে বেসরকারি বাস, মিনিবাস ও যাত্রী পরিবহন বনধ থাকছে বলে মাইক যোগে ঘোষনা শুরু হয়েছে। কার্যত এই ঘটনায় যাত্রী হয়রানীর আশঙ্কা থাকছেই।