CAA-SIR in Bengal: SIR পর্বে ‘ত্রাতা’ সিএএ? ১০ দিনেই উত্তর দেবে কেন্দ্র
Calcutta High Court: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে একদিকে যেমন তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। অন্যদিকে তৈরি হয়েছে অস্বস্তি। কারওর নাম রয়েছে, কারওর নাম নেই। আর এই সবে উর্ধে সিএএ আবেদনকারীরা। তাঁদের উদ্বেগ আরও বেশি।
কলকাতা: বঙ্গে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ। তারপরই একদিকে যেমন তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। অন্যদিকে তৈরি হয়েছে অস্বস্তি। কারওর নাম রয়েছে, কারওর নাম নেই। আর এই সবে উর্ধে সিএএ আবেদনকারীরা। তাঁদের উদ্বেগ আরও বেশি।
সম্প্রতি সেই আবেদনকারীরা সুরাহা দিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার উচ্চ আদালত নিজেদের সিদ্ধান্ত জানাল কেন্দ্র। নয়াদিল্লির দাবি, পশ্চিমবঙ্গ থেকে যে সব মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাঁদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করবে কেন্দ্র।