Share Market: ১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
California Software Company: ক্যালিফোর্নিয়া সফটওয়্যারের শেয়ার ৩:1 অনুপাতে স্প্লিট হল আজ। স্প্লিট হওয়ার পর শেয়ারের দাম আজ প্রায় ৮০ শতাংশ বেড়েছে ক্যালিফোর্নিয়া সফটওয়্যারের।
স্প্লিট হওয়ার পর শেয়ারের দাম আজ প্রায় ৮০ শতাংশ বেড়েছে ক্যালিফোর্নিয়া সফটওয়্যারের। ২০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজিসের। প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে মমতা মেশিনারির। এ ছাড়াও টেক সলিউশন ও কৃষ্ণা ফসকেমের দামও বেড়েছে আজ।
অন্যদিকে, আজ বাজার যখন উঠছে তখনও বেশ কিছু কোম্পানির পতন অব্যাহত। আজ সবচেয়ে বেশি ১১.৫৪ শতাংশ পড়েছে সিকো ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। দাম পড়েছে কল্যাণ জুয়েলার্সেরও।
Published on: Jan 15, 2025 08:11 PM
Latest Videos