Loading video

Credit Score 750: ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা

Feb 27, 2025 | 8:33 PM

Personal Loan: ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি হলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। ৭৫০-এর কম ক্রেডিট স্কোর হলে লোন পাওয়া যায় না, এমনটা একেবারেই নয়।

পার্সোনাল লোন নিয়ে একটা বহুল প্রচলিত ধারণা হল ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি না হলে নাকি পার্সোনাল লোন পাওয়া যায় না। এটা ঠিক কথা যে ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি হলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। ৭৫০-এর কম ক্রেডিট স্কোর হলে লোন পাওয়া যায় না, এমনটা একেবারেই নয়।

অনেকে আবার মনে করেন, কোনও লোন চললে তার উপর নাকি পার্সোনাল লোন নেওয়া যায় না, যতক্ষণ না সেই লোন পুরোপুরি মিটে যাচ্ছে। এমনটা আসলে নয়। কেউ কোনও লোন নিতে চাইলে ব্যাঙ্ক সবার আগে সেই ব্যক্তির আয়ের সঙ্গে ধারের অনুপাত হিসাব করে। সেই হিসাব অনুযায়ী ওই ব্যক্তিকে লোন দেয় ব্যাঙ্ক।

Published on: Feb 27, 2025 08:28 PM