Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat Trafficking News: পাচার হচ্ছে ক্যান্সারের ওষুধও!

Basirhat Trafficking News: পাচার হচ্ছে ক্যান্সারের ওষুধও!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 05, 2023 | 4:29 PM

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। জানা গিয়েছে, কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখে তারা সেই মালপত্রগুলি রেখে পালিয়ে যায়

দুর্মূল্য ক্যান্সারের ওষুধ সহ প্রচুর চিকিৎসার সরঞ্জাম পাচারের আগে উদ্ধার করলো সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। জানা গিয়েছে, কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখে তারা সেই মালপত্রগুলি রেখে পালিয়ে যায়। বিএসএফ গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করলে তার ভিতর থেকে উদ্ধার হয় ক্যান্সারের দুর্মূল্য ওষুধ, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লাড টেস্টে ব্যবহৃত রাবার ও রুপোর এক কিলো গয়না। উদ্ধার হওয়া সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অপরদিকে বিএসএফের ১১২নং ব্যাটালিয়নের তৎপরতায় কালাঞ্চি চেকপোস্ট থেকে ৪৭টি গলদা মাছের পিনের প্যাকেট উদ্ধার করলো বিএসএফ যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান এগুলি ভারত থেকে বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া সামগ্রী গুলি বিএসএফ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে। পাচারকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ।