Caning Police Station: মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই ‘পলাতক’ সাব-ইন্সপেক্টর
Canning Home Guard Death: রেশমির ঝুলন্ত দেহ ঘিরে রবিবার দিনভর চাঞ্চল্য বজায় থাকল এলাকায়। কাঠগড়ায় উঠল থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টচার্য। পরিবারের অভিযোগ, বিবাহিত সাব-ইন্সপেক্টরের সঙ্গে পরকীয়া ছিল রেশমির ঝুলন্ত দেহ। যা জানাজানি হতেই খুন করা হয়েছে তাঁকে।
দক্ষিণ ২৪ পরগনা: ক্য়ানিংয়ের পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হল মহিলা হোমগার্ড রেশমির ঝুলন্ত দেহ। যা ঘিরে রবিবার দিনভর চাঞ্চল্য বজায় থাকল এলাকায়। কাঠগড়ায় উঠল থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টচার্য। পরিবারের অভিযোগ, বিবাহিত সাব-ইন্সপেক্টরের সঙ্গে পরকীয়া ছিল রেশমির ঝুলন্ত দেহ। যা জানাজানি হতেই খুন করা হয়েছে তাঁকে।
এই অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। গঠন করা হয়েছে ছয় সদস্য়ের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট। যার নেতৃত্বে রয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। এছাড়াও, খুনের মামলার রুজু হওয়ার পরেই সাসপেন্ড করা হয়েছে সাব-ইন্সপেক্টরকে।