Car Collection Of MLA: দেখে নিন এই ধনী বিধায়কের এর গাড়ির কালেকশন!
Car Collection Of MLA includes Rolls Royce, Land Rover Defender

Car Collection Of MLA: দেখে নিন এই ধনী বিধায়কের এর গাড়ির কালেকশন!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 26, 2023 | 6:52 PM

কর্ণাটকের এক নেতার কাছে গাড়ির কালেকশনে দেখলে চমকে যাবেন। সেই মন্ত্রী একাধিক বিলাসবহুল গাড়িতে ঘোরেন। এই মন্ত্রীর নাম এমটিবি নাগরাজ। দেখে নিন এই মন্ত্রীর বিলাসবহুল গাড়িগুলো। তাঁর রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতো গাড়ি।

কর্ণাটকের এক নেতার কাছে গাড়ির কালেকশনে দেখলে চমকে যাবেন। সেই মন্ত্রী একাধিক বিলাসবহুল গাড়িতে ঘোরেন। এই মন্ত্রীর নাম এমটিবি নাগরাজ। দেখে নিন এই মন্ত্রীর বিলাসবহুল গাড়িগুলো। রোলস রয়েস ফ্যান্টম গাড়িটিতে আছে ৬.৭৫ লিটারের ২টি টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন আছে। এই গাড়ির ব্রেক হর্সপাওয়ার ৫৬৩। এই গাড়ির টর্ক ৯০০ এন এম। ভারতে এক্স-শোরুম দাম এই গাড়িটির ৯.৫ কোটি। ল্যান্ড রোভার ডিসকভার গাড়িটি বিলাসবহুল SUV। এই গাড়িটিতে আছে ৭টি আসন। এই গাড়িটিতে আছে ২ লিটার ডিজেল ইঞ্জিন। এই গাড়ির টর্ক ৪৩০ এনএম। গাড়িটির হর্সপাওয়ার ১৭৭। এই গাড়িটির দাম ৪৪ লাখ টাকা থেকে শুরু। সর্বোচ্চ এই গাড়িটির দাম ১.২৭ কোটি। ফেরারির F8 Tributo খুব জনপ্রিয় গাড়ি। মন্ত্রীর কাছে আছে নিল রঙের মডেলের গাড়িটি। এই গাড়ির টর্ক ৭৭০ এনএম। ৩.৯ লিটার টুইন টার্বোচার্জড ইঞ্জিন আছে এই গাড়িতে। এই গাড়ির দাম ৪.০২ কোটি। গাড়ি বেন্টলে কন্টিনেন্টাল গাড়িটির দাম ৩.৯১ কোটি। গাড়িটির ইঞ্জিনের পাওয়ার ৫০০ হর্সপাওয়ার । Cayenne স্পোর্টস কারটির ইঞ্জিনের পাওয়ার ৩৪০ হর্সপাওয়ার। এই গাড়িতে আছে ৩ লিটার ভি৬ ডিজেল ইঞ্জিন। গাড়িটির টর্ক ৪৫০ এনএম। গাড়িটির বাজারে দাম প্রায় ১.৯৩ কোটি। নাগরাজের কাছে আছে Mercedes গাড়িটি। এই গাড়িটির দাম ৮০ লাখ টাকা। এই গাড়িতে আছে ২.৮ লিটার ডিজেল ইঞ্জিন।

Published on: May 26, 2023 06:51 PM