AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Agarwal: ক্রিকেটারের বাড়িতে সিবিআই!

Mayank Agarwal: ক্রিকেটারের বাড়িতে সিবিআই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 18, 2023 | 4:20 PM

Share

দুর্নীতি দমন, সন্ত্রাসবাদ, অপরাধ সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। রাজনৈতিক নেতা থেকে অপরাধী যার নাম শুনলে সন্ত্রস্ত হন । তিনিই এবার ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের বাড়ির অন্দরে।

দুর্নীতি দমন, সন্ত্রাসবাদ, অপরাধ সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। রাজনৈতিক নেতা থেকে অপরাধী যার নাম শুনলে সন্ত্রস্ত হন । তিনিই এবার ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের বাড়ির অন্দরে। কর্ণাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদ। ৩ বছর ডিজিপি কর্ণাটক ছিলেন প্রবীণ সুদ। ১৯৮৬র এই আইপিএস অফিসার ২ বছরের জন্য সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন। নতুন সিবিআই ডিরেক্টর কর্ণাটকের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের শ্বশুরমশাই। এখন সানরাইজার্স হায়দ্রাবাদে খেলছেন মায়াঙ্ক। ২০১৮এ প্রবীণ সুদের মেয়ে আসিতার সঙ্গে বেঙ্গালুরুতে মায়াঙ্কের বিয়ে হয়। এর আগে সাত বছরের সম্পর্ক আসিতা মায়াঙ্কের। ২০২২ এর ডিসেম্বরে মায়াঙ্ক আসিতার পুত্র সন্তান হয়। দাদু প্রবীণ সুদ সে খবর টুইটও করেন। আইনজীবী ও লাইফ স্টাইল ব্লগার আসিতা সুদ ভূপর্যটক। ভারতের জাতীয় ক্রিকেটের টেস্ট দলে ২০২২এ মায়াঙ্ককে দেখা গেছে। ২০২৩ আইপিএলে অফ ফর্মে মায়াঙ্ক।