Viral Video: গোসাপের গোঁসা, দেখেছেন কখনও?
IIM Joka ক্যাম্পাসে আপনি বেড়াতে গেলে কিছু বিরল প্রাণীদেরও দেখতে পাবেন। সম্প্রতি IIM Calcutta ক্যাম্পাসের একটি ভিডিয়ো নেটিজ়েনদের অবাক করেছে।
IIM Joka ক্যাম্পাসে আপনি বেড়াতে গেলে কিছু বিরল প্রাণীদেরও দেখতে পাবেন। বড় আকৃতির কিছু গোসাপ থেকে শুরু করে রাজহাঁস, অন্যরকমের কিছু হাঁসও দেখা যায় এখানে। সম্প্রতি IIM Calcutta ক্যাম্পাসের একটি ভিডিয়ো নেটিজ়েনদের অবাক করেছে। দেখে মনে হচ্ছে, ওই গোসাপ দুটি একে অপরের সঙ্গে আনন্দে কোলাকুলি করছে। আদতে কিন্তু ব্যাপারটি তা নয়। তারা অপ্রত্যাশিত ভাবে একটি পোজে শারীরিক ভাবে ঝগড়ায় লিপ্ত। বলতে পারেন, গোসাপের গোঁসা। কেউ বলেছেন, ওই গোসাপ দুটি আনন্দে নিজেদের মধ্যে সৌহার্দ্যের প্রকাশ করছে। কেউ বিষয়টিকে চিত্তাকর্ষক এবং মজাদার আখ্যা দিয়ে বলেছেন, তারা ঝগড়া করছে। টুইটারে নুপূর নামের এক ইউজার ভিডিয়োটি শেয়ার করেছেন। এর মধ্যেই ভিডিয়োর ভিউ সেখানে ১ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো রিটুইট করেছেন। বহু মানুষ এই ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন, মজা পেয়েছেন।কিছু কিছু ইউজার আবার দাবি করেছেন, বন্যপ্রাণীদের কখনও এইভাবে কোনও কলেজ ক্যাম্পাসে আটকে রাখা ভাল নয়।