‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র তালিকা কি প্রকাশ হবে? সামনে এল বড় ‘বাধা’-র কথা

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 24, 2026 | 5:08 PM

লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু, শনিবার কি সেই তালিকা প্রকাশ করতে পারবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর? এই প্রশ্ন উঠছে। কারণ, জেলাশাসকদের কাছ থেকে বুথ ও বিধানসভাভিত্তিক তালিকা এখনও আসেনি। এসআইআর প্রক্রিয়ায় জেলাশাসকরাই ডিইও-র ভূমিকা পালন করেন। তাঁদের কাছ থেকে তালিকা না এলে তা প্রকাশ করা অনিশ্চিত। তালিকা এলে পঞ্চায়েত, ব্লক, ওয়ার্ড অফিসে পাঠানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে তুলোধনা করল তৃণমূল। অন্যদিকে, বিজেপির বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না রাজ্য সরকার।

লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু, শনিবার কি সেই তালিকা প্রকাশ করতে পারবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর? এই প্রশ্ন উঠছে। কারণ, জেলাশাসকদের কাছ থেকে বুথ ও বিধানসভাভিত্তিক তালিকা এখনও আসেনি। এসআইআর প্রক্রিয়ায় জেলাশাসকরাই ডিইও-র ভূমিকা পালন করেন। তাঁদের কাছ থেকে তালিকা না এলে তা প্রকাশ করা অনিশ্চিত। তালিকা এলে পঞ্চায়েত, ব্লক, ওয়ার্ড অফিসে পাঠানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে তুলোধনা করল তৃণমূল। অন্যদিকে, বিজেপির বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না রাজ্য সরকার।