Chanditala Road Renovation: রাস্তা সারাচ্ছেন অটো চালকরা!
পুজোর মুখে দীর্ঘ দিনের বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্দ্যোগী আটো চালক ও মালিকরা।চন্ডিতলা ব্লকের বনমালী পুর থেকে মশাট পযন্ত প্রায় আড়াই কিমি রাস্তার অবস্থা দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে।
পুজোর মুখে দীর্ঘ দিনের বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্দ্যোগী আটো চালক ও মালিকরা।চন্ডিতলা ব্লকের বনমালী পুর থেকে মশাট পযন্ত প্রায় আড়াই কিমি রাস্তার অবস্থা দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে।পুরো রাস্তা জুড়ে খান খন্দে ভর্তি,ফলে আটো চালকরা তো বটেই পাশাপাশি সাধরণ মানুষকেও অসুবিধার মধ্যে পড়তে হয়। বার বার প্রশাসন কে জানিয়ে কোন ফল পাননি এলাকার বাসিন্দারা এমনই অভিযোগ স্থানীদের।
সামনেই দুর্গা পূজা তাই তার আগেই সাধরণ মানুষকে যাতে অসুবিধার মুখে পড়তে না হয় সেকারণেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগলেন এলাকার আটো চালক ও মালিকরা
আটো চালক ও মালিক দের দাবি রাস্তা খারাপের ফলে যাতায়াতের যেমন অসুবিধা হয় তেমনি নিত্যদিন তাদের অটোর যন্ত্রাংশ খারাপ হয়ে যায়, যার ফলে অতিরিক্ত খরচ বহন করতে হয়। তাই বাধ্য হয়েই নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন।
রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল তা স্বীকার করে নেন চন্ডিতলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ।দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসও দিয়েছেন তিনি।তিনি আরো জানান বাড়ি বাড়ি জল প্রকল্পের জন্য রাস্তা খুঁড়ে পাইপ বসিয়েছিল জন স্বাস্থ্য করিগড়ি দপ্তর তার পর থেকেই রাস্তার অবস্থা বেহাল।পূর্ত দপ্তরের কাছে আবেদন করা হয়েছে রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য এবং যাতে পুজোর আগেই মেরামত করা সম্ভব হয় তার জন্য সমিতির তরফ থেকে আবেদন করা হবে।