Chandrayaan 3 Soft Landing: সস্তায় মহাকাশে ভারত

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 10, 2023 | 3:38 PM

চাঁদের মাটিতে ছাপ রাখছে ইসরোর চন্দ্রযান ৩ এর প্রজ্ঞান। এই অবস্থায় জানা যাক বিশ্বের তাবড় দেশ গুলো মহাকাশ খাতে কত খরচ করে। ভারতই বা এই ক্লাবে কোথায়? খরচের নিরিখে ১ম নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিন্সট্রেশন। খরচ ৬১.৯৭ বিলিয়ন ডলার।

Follow Us

চাঁদের মাটিতে ছাপ রাখছে ইসরোর চন্দ্রযান ৩ এর প্রজ্ঞান। এই অবস্থায় জানা যাক বিশ্বের তাবড় দেশ গুলো মহাকাশ খাতে কত খরচ করে। ভারতই বা এই ক্লাবে কোথায়? খরচের নিরিখে ১ম নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিন্সট্রেশন। খরচ ৬১.৯৭ বিলিয়ন ডলার। খরচের নিরিখে ২য় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। খরচ ১.৯৪ বিলিয়ান ডলার। খরচের নিরিখে ৩য় জাপান এয়ারস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা। খরচ ৪.৯০ মিলিয়ন ডলার। ৪র্থ স্থানে ফ্রান্সের সিএনইএস। খরচ ৪.২০ বিলিয়ন ডলার। ৫ম স্থানে রাশিয়ার রসকসমস। খরচ ৩.৪২ বিলিয়ান ডলার। ৬ঠ স্থানে আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। খরচ ২.৬০ বিলিয়ান ডলার। ৭ম স্থানে আছে জার্মানি। খরচ ২.৫৩ বিলিয়ন ডলার। ৮ম স্থানে ভারতের ইসরো। খরচ ১.৯৩ বিলিয়ন ডলার। মোদী সরকারের এই বাৎসরিক খরচ ও সাফল্য অনেক দেশকেই তাক লাগিয়ে দিয়েছে। ভবিষ্যতে মহাকাশে মানুষ ও সৌরযান পাঠাবে ইসরো। স্বাভাবিক ভাবেই মহাকাশ গবেষণা খাতে বরাদ্দ বাড়বে ভারত সরকারের।

চাঁদের মাটিতে ছাপ রাখছে ইসরোর চন্দ্রযান ৩ এর প্রজ্ঞান। এই অবস্থায় জানা যাক বিশ্বের তাবড় দেশ গুলো মহাকাশ খাতে কত খরচ করে। ভারতই বা এই ক্লাবে কোথায়? খরচের নিরিখে ১ম নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিন্সট্রেশন। খরচ ৬১.৯৭ বিলিয়ন ডলার। খরচের নিরিখে ২য় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। খরচ ১.৯৪ বিলিয়ান ডলার। খরচের নিরিখে ৩য় জাপান এয়ারস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সা। খরচ ৪.৯০ মিলিয়ন ডলার। ৪র্থ স্থানে ফ্রান্সের সিএনইএস। খরচ ৪.২০ বিলিয়ন ডলার। ৫ম স্থানে রাশিয়ার রসকসমস। খরচ ৩.৪২ বিলিয়ান ডলার। ৬ঠ স্থানে আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। খরচ ২.৬০ বিলিয়ান ডলার। ৭ম স্থানে আছে জার্মানি। খরচ ২.৫৩ বিলিয়ন ডলার। ৮ম স্থানে ভারতের ইসরো। খরচ ১.৯৩ বিলিয়ন ডলার। মোদী সরকারের এই বাৎসরিক খরচ ও সাফল্য অনেক দেশকেই তাক লাগিয়ে দিয়েছে। ভবিষ্যতে মহাকাশে মানুষ ও সৌরযান পাঠাবে ইসরো। স্বাভাবিক ভাবেই মহাকাশ গবেষণা খাতে বরাদ্দ বাড়বে ভারত সরকারের।

Next Video