Niagara Falls of India: পুজোয় চলুন জলপ্রপাতের দেশে
ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতকে ঘিরে সাজান আপনার পুজোর ভ্রমণ। জগদলপুর থেকে ৩৮ কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর ওপরে এই জলপ্রপাত। অশ্বক্ষুরাকৃতি এই জলপ্রপাত সৌন্দর্যের নিরিখে পাল্লা দেয় নায়াগ্রাকেও। ৯৫ ফুট উচ্চতা থেকে লাফিয়ে নিচে পড়ছে চিত্রকূট। চিত্রকূটের থেকে ২৫ কিমি দূরে চিত্রধারা জলপ্রপাত
পুজোর বেড়ানোর জন্য যদি প্ল্যান না করে থাকেন তাহলে একটা হদিশ রইল। ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতকে ঘিরে সাজান আপনার পুজোর ভ্রমণ। জগদলপুর থেকে ৩৮ কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর ওপরে এই জলপ্রপাত। অশ্বক্ষুরাকৃতি এই জলপ্রপাত সৌন্দর্যের নিরিখে পাল্লা দেয় নায়াগ্রাকেও। ৯৫ ফুট উচ্চতা থেকে লাফিয়ে নিচে পড়ছে চিত্রকূট। চিত্রকূটের থেকে ২৫ কিমি দূরে চিত্রধারা জলপ্রপাত। জগদল্পুর থেকে ৩০ কিমি দূরে কাঙ্গের ভ্যালিতে তীর্থগড় জলপ্রপাত। এর থেকে ৬ কিমি গেলেই কটোমসর গুহা।
জগদলপুর থেকে ৪৪ কিমি পশ্চিমে মেন্দ্রী ঘুমার জলপ্রপাত। ৭০ মিটার ওপর থেকে নিচে পড়ছে এই জলপ্রপাত। জগদলপুরের আশেপাশে আছে মান্ডওয়া, টোপার, বিজাকাশা সহ একাধিক জলপ্রপাত। আছে তামার ঘুমার জলপ্রপাত। বস্তারের প্রসাদ, অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়াম আর দলপত সাগর ঘুরে আসুন। কাঙ্গের ভ্যালি ন্যাশানাল পার্কে নিতে পারেন জঙ্গল সাফারি। ঘরে দেখতে পারেন কয়েকটা কেভ বা গুহা। মাদারকোন্টা, কোটুমসার, দণ্ডক, কৈলাশ গুহা দেখতে পারেন। জগদলপুরকে কেন্দ্র করে সাজান ট্যুর প্ল্যান। ট্রেনে জগদলপুর যাওয়া যায়। আকাশ পথে মা দান্তেশ্বরি বিমান বন্দরে নেমে পৌঁছান এই জলপ্রপাতের দেশে।