IRCTC Foriegn Tour: সস্তায় বিদেশ ভ্রমণের সুযোগ!

IRCTC Foriegn Tour: সস্তায় বিদেশ ভ্রমণের সুযোগ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 12:06 PM

অনেকেই বিদেশে ঘুরতে যেতে চান। তবে এতে খরচ অনেকটাই বেড়ে যায়। কম খরচে বিদেশে যেতে চান? IRCTC আনছে দারুণ প্যাকেজ। ENCHANTING SINGAPORE AND MALAYSIA প্যাকেজ। ঘুরতে যেতে পারবেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

অনেকেই বিদেশে ঘুরতে যেতে চান। তবে এতে খরচ অনেকটাই বেড়ে যায়। কম খরচে বিদেশে যেতে চান? IRCTC আনছে দারুণ প্যাকেজ। ENCHANTING SINGAPORE AND MALAYSIA প্যাকেজ। ঘুরতে যেতে পারবেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর। IRCTC য়ের প্যাকেজে এই ২টি দেশে ভ্রমণ করতে পারবেন । প্যাকেজ শুরু ২১ নভেম্বর থেকে। ৬ রাত ৭ দিন কাটাতে পারবেন।

পর্যটকদের জন্য রয়েছে জলখাবার থেকে রাতের খাওয়ার ব্যবস্থা। ভ্রমণের জন্য ১ জনের খরচ ১ লাখ ৩৭ হাজার টাকা। টিকিট বুকিং করতে পারবেন IRCTC য়ের ওয়েবসাইট থেকে। যোগাযোগ করতে পারেন ৮২৮৭৯২০৭১৮ নম্বরে। সিঙ্গাপুরে ঘুরতে পারেন বুকিট টিমাহ হিল,সিঙ্গাপুর ফ্লায়ার ও চায়না টাউনে। মালয়েশিয়ায় বিখ্যাত কিনাবালু ন্যাশনাল পার্ক,পারহেনশিয়ান দ্বীপপুঞ্জ ও কিনাবালু ন্যাশনাল পার্ক।