Hanuma Vihari: কেন সিলেক্টারদের 'খুশি' করতে 'ব্যর্থ' হনুমা?

Hanuma Vihari: কেন সিলেক্টারদের ‘খুশি’ করতে ‘ব্যর্থ’ হনুমা?

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 22, 2023 | 11:56 AM

Indian Cricketer: জাতীয় দলে সুযোগ না পেলেও রাজ্য ও জোন ম্যাচে নিজের সেরা দিয়ে নির্বাচকদের নজর কাড়তে চান হনুমা। হতাশ হনুমা বিহারি কটাক্ষ করে বলেন।

হ্যামস্ট্রিং চোট নিয়ে ২০২০-২১ গাভাসকার বর্ডার ট্রফির ৩য় টেস্ট। ১৬১ বলে ২৩ রান করে ম্যাচ বাঁচান হনুমা বিহারি। ২০২২ রঞ্জি ট্রফিতেও অন্ধ্রর হয়ে ভাঙ্গা হাঁটে ব্যাট করেন তিনি ২ ইনিংস। মরণপণ ইনিংস সত্ত্বেও জাতীয় দলে বিকল্প ক্রিকেটারই থেকে গেছেন হনুমা। ২০১৯এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেন হনুমা। এখন দলীপ ট্রফির দলে হনুমা। টেস্ট ক্রিকেটে ২৯ ইনিংসে তাঁর ৮৩৯ রান। হনুমার আক্ষেপ তাঁকে দলে না রাখার কারণও জানায় না বোর্ড। তবু অজিঙ্কে রাহানেকে দেখে আশায় বুক বাঁধেন হনুমা বিহারি। অজিঙ্কে ৩৫ বছরে কামব্যাক করেন। হনুমা বলেন দল থেকে বাদ গেলে কামব্যাক আরও কঠিন হয়। জাতীয় দলে সুযোগ না পেলেও রাজ্য ও জোন ম্যাচে নিজের সেরা দিয়ে নির্বাচকদের নজর কাড়তে চান হনুমা। হতাশ হনুমা বিহারি কটাক্ষ করে বলেন। যতবার সুযোগ পেয়েছেন প্রতিকূল অবস্থাতেও নিজের সেরা দিয়েছেন। সেই পারফর্মেন্স নির্বাচকদের খুশি করতে যথেষ্ট হয়নি।