Harley Davidson: এত সস্তায় হার্লে ডেভিডসন এই প্রথম
Harley Davidson Price: হার্লে ডেভিডসন এক্স ৪৪০ এর ইঞ্জিন ৪৪০ সিসি অয়েল কুলড। লং স্ট্রোক বিএস সিক্স ওবিডি টু ইঞ্জিন ই২০ কমপ্লায়েন্ট। পাওয়ার আউটপুট ২৭ বিএইচপি। টর্ক ৩৮ এনএম। গিয়ার ৬টি ।
হিরো মোটো কর্প ও হার্লে ডেভিডসন একযোগে ভারতে লঞ্চ করল নতুন হার্লে ডেভিডসন। ভারতে লঞ্চ হল হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তার বাইক এক্স ৪৪০। বাইকটির দাম ২.২৯ লক্ষ টাকা থেকে শুরু। সম্প্রতি জয়পুরে বাইকটি লঞ্চ করেন হার্লের সিইও জোচেন জেইতজ ও হিরো মোটো কর্পের ডক্টর পবন মুঞ্জল। রাজস্থানের নিমরানায় হিরো গার্ডেন কারখানায় তৈরি hcche বাইকটি। হিরোর পক্ষে জানান হয় হার্লে ডেভিডসনের সঙ্গে সংযুক্তি কোম্পানির উন্নতির জন্য শক্তিশালী পদক্ষেপ। বিশ্বের সেরা বাইকের মধ্যে অন্যতম হার্লে ডেভিডসনের সিগনেচার প্রডাক্টের মধ্যে এটি অন্যতম হবে। হার্লে ডেভিডসন এক্স ৪৪০ এর ইঞ্জিন ৪৪০ সিসি অয়েল কুলড। লং স্ট্রোক বিএস সিক্স ওবিডি টু ইঞ্জিন ই২০ কমপ্লায়েন্ট। পাওয়ার আউটপুট ২৭ বিএইচপি। টর্ক ৩৮ এনএম। গিয়ার ৬টি । মার্কিন এই বাইক ট্রায়াম্ফ স্পিড ৪০০ এর সঙ্গে জোর টক্কর দেবে। এমনটাই মনে করছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।