Neymar News: সুন্দরী মডেলকে ‘দুষ্টু’ মেসেজ নেইমারের
এক মার্কিন মডেলকে দুষ্টু মেসেজ করার অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে। মাঠে ম্লান নেইমার জুনিয়র। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দলে নিষ্প্রভ ব্রাজিল তারকা। বান্ধবীকে প্রতারণা করার জন্য সম্প্রতি নেইমার ইন্সটাগ্রামে ক্ষমা চান। নেইমারের বান্ধবী ব্রুনা বিনাকার্ডি গর্ভবতী।
এক মার্কিন মডেলকে দুষ্টু মেসেজ করার অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে। মাঠে ম্লান নেইমার জুনিয়র। ক্লাব ফুটবল কিংবা জাতীয় দলে নিষ্প্রভ ব্রাজিল তারকা। বান্ধবীকে প্রতারণা করার জন্য সম্প্রতি নেইমার ইন্সটাগ্রামে ক্ষমা চান। নেইমারের বান্ধবী ব্রুনা বিনাকার্ডি গর্ভবতী। এই অবস্থায় এমন খবর শুনে ভক্তরাও বিমুখ। সম্পর্ক টিকলেও এরই মধ্যে বোমা ফাটালেন মার্কিন মডেল সেলেস্ট ব্রাইট। নেইমার নাকি তাকে মেসেজ করার চেষ্টা করেন। তিনি বলেন ‘কে খারাপ জানতাম তা’। বিবাহিত মানুষদের এমন ব্যবহারে স্তব্ধ মডেল। ইন্সটা স্টোরিতে নেইমারের পাঠানো মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেন সেলেস্ট ব্রাইট। নেইমার ও তাঁর বান্ধবীর সম্পর্ক এখন ঠিকঠাক। ২০২৩ ফেব্রুয়ারিতে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবার অভিযোগ ওঠে। নেইমার বা তাঁর বান্ধবী মার্কিন মডেলের বিষয়ে মুখ খোলেননি।