IPL 2023: চোট আতঙ্কে চেন্নাই সুপার কিংস শিবির, ধোনিও চোটের শিকার?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 30, 2023 | 4:14 PM

সদ্য চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে ধোনির চার-ছয় মারার এক ভিডিয়ো শেয়ার করেছে। মাহি লম্বা লম্বা ছক্কা হাঁকাতেই পুরো গ্যালারিতে ধোনি ধোনি রব উঠতে থাকে। একইসঙ্গে ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে দেখে চিন্তার ভাঁজ পড়েছে কপালে

এ বার চোট আতঙ্ক চেন্নাই সুপার কিংস শিবিরে! বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ধোনির বাঁ পায়ে চোট লেগেছে। ধোনি নাকি নেট প্র্যাক্টিস নিয়ে খুব একটা উৎসাহিত নন। বাঁ পা সামলে হাঁটছেন। পায়ে নি-ক্যাপ পরানো রয়েছে। হাঁটার সময় বোঝা গিয়েছে তিনি খোঁড়াচ্ছেন। তা সত্ত্বেও অনুশীলনে যোগ দেন। টিমের প্র্যাকটিস সেশন দেখতে চিপক স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়েছে ভিড়। বাঁ পা সামলে অনুশীলনে নেমে চার-ছয় হাঁকিয়েছেন। মাহিকে পুরনো মেজাজে দেখে চিপকের গ্যালারিতে কান পাতা দায়। সদ্য চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে ধোনির চার-ছয় মারার এক ভিডিয়ো শেয়ার করেছে। মাহি লম্বা লম্বা ছক্কা হাঁকাতেই পুরো গ্যালারিতে ধোনি ধোনি রব উঠতে থাকে। একইসঙ্গে ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে দেখে চিন্তার ভাঁজ পড়েছে কপালে। অনুশীলনে দৌড়নোর সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে যান ধোনি। পায়ে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। ধোনির চোট সংক্রান্ত রিপোর্ট সত্যি হলে বড় ধাক্কা খেতে পারে চেন্নাই সুপার কিংস। কারণ ধোনির মাঠে থাকাটাই সিএসকের জন্য বড় স্বস্তির। ৩১ মার্চ প্রথম ম্যাচ। ধোনির চোট সংক্রান্ত খবরের কতটা সত্যতা রয়েছে তা বোঝা যাবে সেদিনই।