CM Mamata Banerjee: ‘SIR-এ সবাই নাম তুলুন, না হলে…’, কিসের ইঙ্গিত মমতার?
Mamata Banerjee: কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “নির্বাচনের আগে এত ক্ষিদে? আর কত খাবে? কিন্তু কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা আমাদের স্লোগান। এত ক্ষিদে যে দু'মাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে? এতদিন দেশে থেকে দেশের নাগরিক হওয়ার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা।"
কোচবিহার: ফের একবার এসআইআর নিয়ে তোপ দাগতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। সুর চড়িয়ে বলেন, “নির্বাচনের আগে এত ক্ষিদে? আর কত খাবে? কিন্তু কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা আমাদের স্লোগান। এত ক্ষিদে যে দুমাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে? এতদিন দেশে থেকে দেশের নাগরিক হওয়ার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান কী হতে পারে।”
Latest Videos

