CM Mamata Banerjee: আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কাদের সঙ্গে বৈঠক করবেন?

| Edited By: জয়দীপ দাস

Nov 10, 2025 | 11:50 AM

CM of West Bengal: দুপুর ৩টে থেকে হতে পারে পর্যালোচনা বৈঠক। উত্তরকন্যা থেকে উত্তরের ৬ জেলায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলির কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার তাঁর ডুয়ার্স যাওয়ার কথা।

কলকাতা: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যাচ্ছেন তিনদিনের সফরে। দুর্যোগ পরবর্তী অবস্থায় কেমন আছে উত্তরবঙ্গ, পুনর্বাসন থেকে পুনর্গঠন সবটা কেমন হয়েছে সব বিষয়ে খোঁজ খবর নেওয়ার কথা রয়েছে তাঁর। করবেন প্রশসানিক বৈঠক। দুপুর ৩টে থেকে হতে পারে পর্যালোচনা বৈঠক। উত্তরকন্যা থেকে উত্তরের ৬ জেলায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলির কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার তাঁর ডুয়ার্স যাওয়ার কথা। 

Published on: Nov 10, 2025 11:48 AM